আরিফার খুনির ফাঁসির দাবিতে স্বজনদের মানববন্ধন-ছবি: শাকিল আহমেদ
ঢাকা: একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ও ইডেন কলেজের সাবেক শিক্ষার্থী আরিফুন নেছা আরিফা হত্যা মামলার আসামি তার সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিনের ফাঁসির দাবি জানিয়েছেন আরিফার পরিবার বন্ধু ও ওই ব্যাংকের কর্মকর্তারা।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধন থেকে বলা হয়, ২০১৩ সালে নিজের পছন্দমতো আরিফা ও রবিন বিবাহবন্ধনে আবদ্ধ হয়।
কিন্তু বিয়ের পর থেকে আরিফাকে নির্যাতন করতে থাকে রবিন। এছাড়া রবিন বিয়ের পরে মাদকাসক্ত হয়ে পড়লে আরিফা তাকে সেই পথ থেকে ফেরানোর চেষ্টা করে। ব্যর্থ আরিফা গত ৫ মাস আগে রবিনকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। এরপর থেকে মা আফিফা জামানকে নিয়ে সেন্ট্রাল রোডে একটি বাসা ভাড়া নিয়ে থাকা শুরু করে আরিফা।
মূলত তখন থেকে আরিফাকে হত্যার হুমকি দিয়ে আসছিল রবিন। এ ব্যাপারে রবিন এর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ (জিডি) করে আরিফা।
গত বৃহস্পতিবার সকাল ৮টা ৫১ মিনিটে (সিসি টিভির ফুটেজ অনুযায়ী) ঘাতক রবিন পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেন্ট্রাল রোডের ভাড়া বাড়ির নিচতলার সিড়ির কাছে আরিফাকে খুন করে পালিয়ে যায়। আমরা এই পরিকল্পিত হত্যাকাণ্ডের জন্য ঘাতক রবিনের ফাঁসির দাবি জানাচ্ছি।
মানববন্ধনে নিহত আরিফার বান্ধবী বন্যা, তানজিরা আরিফা, শম্পা আক্তারসহ ওই ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
এসটি/জিপি/আরআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।