ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

নাটোরে জঙ্গিবাদ বিরোধী সচেতনতামূলক প্রশিক্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
নাটোরে জঙ্গিবাদ বিরোধী সচেতনতামূলক প্রশিক্ষণ নাটোরে জঙ্গিবাদ বিরোধী সচেতনতামূলক প্রশিক্ষণ

নাটোর: ‘আত্মকর্মী যুব শক্তি, টেকসই উন্নয়নের মূলভিত্তি’ এই স্লোগানকে সামনে রেখে নাটোরে যুব উন্নয়নের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী প্রচারণাসহ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১০টা থেকে নাটোর শহরের চকরামপুর যুব উন্নয়ন অধিদফতরের কার্যালয়ে শুরু করে বেলা ১২টা পর্যন্ত চলে এই প্রশিক্ষণ কর্মশালা।

জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক মো.নওশাদ আলীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিনা খাতুন।

এতে আরও বক্তব্য রাখেন- সহকারী পুলিশ সুপার (এএসপি, সদর সার্কেল) আবুল হাসনাত, দিঘাপতিয়া এমকে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক আল-মামুন, মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।