মঙ্গলবার (২১ মার্চ) সকালে উপজেলার ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়নের তারুখাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আবুল হোসেন তারুখাল গ্রামের আব্দুল হাশিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে স্থানীয় মাতুরতল বাজারে যাওয়ার সময় তারুখাল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যান আবুল হোসেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
এনইউ/ওএইচ/জেডএস