ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে সামিউল (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
 

মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সামিউল উপজেলার লালুয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামের মুনসুর হাওলাদের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে পরিবারের সদস্যদের অজান্তে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায় সামিউল। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এ অবস্থায় সামিউলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।