মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে চাঁদপুর দ্রুত বিচার আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মো. কায়সার মোশাররফ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত যুবকরা হলেন- ফরিদগঞ্জ পৌরসভার কাচিয়াড়া বড় বাড়ির মিজানুর রহমানের ছেলে শাহাদাত হোসেন (২১), চির্কা চাঁদপুর গ্রামের মৃত ইয়াকুব হোসেনের ছেলে শুভ (১৮), আব্দুল রবের ছেলে রিমন (১৯), চরবড়ালী গ্রামের মৃত আমির হোসেন পাটওয়ারির ছেলে রাজু (২১), বাবুল মিয়ার ছেলে ফরিদ (২০), আক্তারুজ্জামানের ছেলে আকরাম (২০) ও মো. বোরহান (২০)।
সরকার পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) রেজা পাহ্লভী মজিদ শেলী বাংলানিউজকে বলেন, আসামিদের প্রত্যেককে দুই বছর করে সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
আসামিপক্ষের আইনজীবী ছিলেন কাজী আব্দুল হান্নান।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
আরবি/আরআই