ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

বাজেটে রাজশাহীর উন্নয়নে বিশেষ অর্থ বরাদ্দের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
বাজেটে রাজশাহীর উন্নয়নে বিশেষ অর্থ বরাদ্দের দাবি বাজেটে রাজশাহীর উন্নয়নে বিশেষ অর্থ বরাদ্দের দাবিতে মানববন্ধর

রাজশাহী: আগামী বাজেটে রাজশাহীর উন্নয়নে বিশেষ অর্থ বরাদ্দের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।

মঙ্গলবার (২১ মার্চ) বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে সংগঠনটির ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন পরবর্তী সমাবেশ থেকে রাজশাহী রেশম কারখানা চালু, গঙ্গা ব্যারেজ নির্মাণ, উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন, রাজশাহীর সঙ্গে সরাসরি চট্টগ্রামসহ সারাদেশের রেল যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত, সিএনজি স্টেশন স্থাপন ছাড়াও ১৪ দফা দাবি উত্থাপন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন- রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উত্থাপিত ১৪ দফা দাবি বাস্তবায়ন হলে রাজশাহীর সার্বিক উন্নয়নে প্রতিফলন ঘটবে। রাজশাহী জেলার দক্ষিণ-পূর্ব পাশ ঘেঁষে পদ্মানদী প্রায় ৭০ কিলোমিটার দৈর্ঘ্যে বিস্তৃত। কিন্তু নদীতে পানি নেই। ফলে কৃষিভিত্তিক উত্তরাঞ্চলের মানুষ পানির বড় কষ্টে আছেন। ভূ-উপরিস্থিত পানির ব্যবহার ছাড়া বরেন্দ্র অঞ্চলের কৃষি বিপ্লব ও এ অঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সাংগঠনিক সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, উপদেষ্টা মুস্তাফিজুর রহমান খান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহীর সভাপতি শাহজাহান আলী বরজাহান, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক ও ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, মহিলা পরিষদ জেলা সভাপতি কল্পনা রায়, নারী উদ্যোক্তা সেলিনা বেগম, অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, বেনেতি ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মহেষ চন্দ্র সরকার, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, রাজশাহী রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, ক্যাবল টিভি দর্শক ফোরামের কেন্দ্রীয় মহাসচিব শাহাদাৎ হোসেন মুন্না প্রমুখ।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের অন্য দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- বন্ধ গ্যাস লাইন সংযোগ চালু, সিএনজি পাম্প স্টেশন স্থাপন, আব্দুলপুর-রাজশাহী-রহনপুর ডুয়েল গেজ রেললাইন নির্মাণ, একনেকে অনুমোদিত রাজশাহী চিকিৎসা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন, ভূখণ্ড রক্ষায় স্থায়ী নদীতীর প্রতিরক্ষা, কৃষিভিত্তিক ইপিজেড প্রতিষ্ঠা, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ক্রিকেট টেস্ট ভেন্যু স্থাপন ও পাঁচ তারকা হোটেল নির্মাণ, পদ্মা নদীর চরে সরকারিভাবে অর্থনৈতিক জোন স্থাপন।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
এসএস/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।