ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে স্ত্রী রেহানা আক্তার রেনু হত্যা মামলায় স্বামী ইসমাইল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত ইছমাইল সদর উপজেলার মহাদেবপুর এলাকার আহম্মদ উল্লার ছেলে।

আদালত সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে ২০০৩ সালের ৮ নভেম্বর রাতে সদর উপজেলার মহাদেবপুর গ্রামে গৃহবধূ রেহানাকে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের বড় ভাই তাহের আহম্মদ বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় স্বামী ইসমাইলকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে ২০০৪ সালের ১১ এপ্রিল এ মামলায় ইসমাইলকে অভিযুক্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। বাদী-বিবাদী পক্ষের দীর্ঘ শুনানি ও সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে দুপুরে আদালতের বিচারক এ রায় দেন।

লক্ষ্মীপুর আদালতের এপিপি অ্যাডভোকেট আবুল কালাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।