সোমবার (২০ মার্চ) রাত সাড়ে ১১টায় নগরীর সানকিপাড়া রেলক্রসিং এলাকায় দেখা গেল এমন দৃশ্য।
গ্রামীণ জনপদে মালামাল ও যাত্রী পরিবহনের ট্রাক্টরের দৌরাত্ম্য অনেক আগে থেকেই শুরু হলেও এখন শহরের সড়কেও দাপিয়ে বেড়াচ্ছে এসব ট্রাক্টর।
সূত্র জানায়, পুলিশের নাকের ডগায় ময়মনসিংহ নগরী, বিভিন্ন সড়ক-মহাসড়ক ও উপজেলাসমূহে শত শত অবৈধ ট্রাক্টর যাত্রী ও মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছে।
মারাত্মক শব্দ দূষণের কারণে সরকার ইতোপূর্বে সড়কে সব ধরনের ট্রাক্টর চলাচল নিষিদ্ধ করলেও বিশেষ কায়দায় প্রশাসনকে ম্যানেজ করেই সড়কে চলছে অবৈধ এ ট্রাক্টর।
নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকার বাসিন্দা জাহাঙ্গীর কবির বাংলানিউজকে বলেন, সড়ক-মহাসড়ক ব্যবহার করে এসব ট্রাক্টরে মালামাল আনা-নেওয়ার চাহিদা বেড়েছে।
রাতের সড়কে এসব ট্রাক্টরের দাপট দেখা যায় বেশি। ট্রাফিক পুলিশের চোখের সামনেই এগুলো চলাচল করলেও তারা না দেখার ‘ভান’ করেন।
বেপরোয়াভাবে চলাচলকারী এসব ট্রাক্টর রীতিমতো এক আতঙ্কের নাম হয়ে উঠেছে। আনাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের দিয়ে পরিচালিত ট্রাক্টরে ব্রেকের অবস্থাও নাজুক।
অনুমতি না থাকলেও সড়কে কীভাবে চলছে এ ট্রাক্টর এমন প্রশ্ন অনেকের।
জানতে চাইলে ময়মনসিংহ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান বাংলানিউজকে বলেন, ক্ষেতের ট্রাক্টর মহাসড়কে ওঠার নিয়ম নেই।
আমাদের চোখের সামনে পড়লেই আমরা তাদের মোটরযান আইনের ১৫১ ধারায় মামলা দেই। জরিমানাও করা হয়। এরপরেও যারা নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
এমএএএম/ওএইচ/আরআই