ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার, আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
সিলেটে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার, আটক ১

সিলেট: সিলেটে বিপুল পরিমাণ বিস্ফোরক ও ডিটোনেটরসহ ফারুক আহম্মদ (৩৮) নামে একজনকে আটক করেছে ৠাব। মঙ্গলবার (২১ মার্চ) বেলা আড়াইটায় সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর থেকে তাকে আটক করে ৠাবের অভিযানিক দল।  

আটক ফারুক আহম্মদ উপজেলার বালিপাড়ার আজিজুর রহমানের ছেলে।  

ৠাব-৯ এর সহকারী পরিচালক (মিডিয়া) জেএম ইমরান এ তথ্য নিশ্চিত করে জানান, আটকের সময় ফারুকের কাছ থেকে ১০টি বিস্ফোরক, ২টি ফিউজ ও ১০টি অবৈদ্যুতিক ডিটোনেটর জব্ধ করা হয়।

 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৠাব জানায়, নাশকতার উদ্দেশে কতিপয় দুষ্কৃতিকারী অবৈধভাবে বিস্ফোরক নিয়ে সীমান্ত এলাকায় অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিস্ফোরক ও ডিটোনেটরগুলো উদ্ধার করা হয়।  
জিজ্ঞাসাবাদে ফারুক জানায়, বিস্ফোরকগুলো সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে। তবে কে বা কারা কি উদ্দেশ্যে এগুলো সরবরাহ করেছে সে বিষয়ে জানা যায়নি।  

জড়িতদের খোঁজে অভিযান অব্যাহত রেখেছে ৠাব।  

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।