ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

স্কুলছাত্রীর শ্লীলতাহানির দায়ে যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
স্কুলছাত্রীর শ্লীলতাহানির দায়ে যুবকের কারাদণ্ড

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে এক স্কুলছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত  করার দায়ে মো. ইউসুফ (২২) নামে এক বখাটেকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ রবিউল ফয়সাল এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত বখাটে যুবক মো. ইউসুফ ইউনিয়নের সোনাপুর গ্রামের মাকু মিয়ার ছেলে।


সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিঞা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ওই ইউনিয়নের স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই উত্যক্ত করে আসছিল স্থানীয় বখাটে যুবক ইউসুফ।
মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে ইউসুফ ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা চালায়। এসময় আত্মরক্ষার্থে বাধা দিলে ইউসুফ তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করে পালিয়ে যায়।

পরে এ ঘটনায় স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে সোনাইমুড়ি-আমিশাপাড়া সড়ক অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউসুফকে আটকের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

পরে সোনাইমুড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে ইউসুফকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।