ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

বাড়ির মালিক-শহরবাসী সচেতনে জঙ্গিবাদ নির্মূল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
বাড়ির মালিক-শহরবাসী সচেতনে জঙ্গিবাদ নির্মূল

ময়মনসিংহ: বাড়ির মালিক ও শহরবাসী সচেতন হলে মাদক ও জঙ্গিবাদ নির্মূল সম্ভব বলে মন্তব্য করেছেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, বর্তমানে মাদক ও জঙ্গিবাদ সমাজে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা নির্মূল করতে না পারলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া সম্ভব নয়।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে পুলিশের ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে মাসিক সভা ও রেঞ্জে শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কার ও সনদ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এ সময় ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) সৈয়দ হারুন অর রশিদ, রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাদক, চোরাচালান উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা, ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনাসহ নানান কাজে সহায়তা করায় অতিরিক্ত পুলিশ সুপার থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত মোট ১৪ জনকে পুরস্কার হিসেবে সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
এমএএএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।