ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

স্বাধীনতা দিবসে শিশু একাডেমির প্রতিযোগিতায় অংশগ্রহণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
স্বাধীনতা দিবসে শিশু একাডেমির প্রতিযোগিতায় অংশগ্রহণ

রাজশাহী: মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আগামী ২৫ মার্চ চিত্রাঙ্কন, মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা আবৃত্তি, রচনা ও দেশাত্মবোধক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিশু একাডেমি ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিশু-কিশোরদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে রাজশাহী শিশু একাডেমির সংগঠক উমা রানী দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবারের (২৩ মার্চ) মধ্যে শিশু একাডেমিতে প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয় ও প্রতিযোগীর নাম জমা দিতে হবে। চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার কাগজ শিশু একাডেমি থেকে সরবরাহ করা হবে।

তিনি বলেন, আগামী ২৫ মার্চ সকাল ১০টায় চিত্রাঙ্কনের ‘ক’ বিভাগে শিশু থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের জাতীয় স্মৃতিসৌধ ও ‘খ’ গ্রুপে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছবি আঁকার প্রতিযোগিতা হবে।
 
এছাড়া বেলা ১১টায় ‘ক’ বিভাগে ষষ্ঠ থেকে নবম এবং ‘খ’ গ্রুপে দশম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

পরে দুপুর ১২টায় ‘ক’ গ্রুপে প্রথম থেকে তৃতীয় শ্রেণি, ‘খ’ গ্রুপে চতুর্থ থেকে সপ্তম শ্রেণি এবং ‘গ’ গ্রুপে অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরদিন বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।