মঙ্গলবার (২১ মার্চ) দুপুরের দিকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।
নিহত দুই কিশোর হলো- খালিয়াজুরী উপজেলার আলামিন মিয়ার ছেলে স্কুলছাত্র আরিফ মিয়া (১৩) ও পূর্বধলা উপজেলার আওলাদ হোসেনের ছেলে আল আমিন মিয়া (১৭)।
সংশ্লিষ্ট দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব ও শওকত আলী বাংলানিউজে জানান, খালিয়াজুরীর আরিফ মিয়া মাঠে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
অপরদিকে পূর্বধলার আল আমিন’র মরদেহ পরিত্যক্ত এক জায়গা থেকে উদ্ধার করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
জিপি/জেডএস