ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
ঝিনাইদহে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১৫ বাস-ট্রাক সংঘর্ষে আহতদের চিকিৎসা চলছে ঝিনাইদহ সদর হাসাপাতালে

ঝিনাইদহের পবহাটী এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা অশঙ্কাজনক।

মঙ্গলমার (২১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ শহরের পবহাটী মারকাজ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, মোকাদ্দেস (৪৫), সিরাজুল (১০), ওমর আলী (৪৫), আয়ুব আলী (৪১), ইসমাইল হোসেন (৫৫), অশোক (৫০), জুয়েল (২৫), সব্দুল (২৪), আতিয়ার রহমান (৫০), সামছুল (৪৫), সামু মন্ডল (৬০), জাহাঙ্গীর হোসেন হৃদয় (৩৪), মিলন হোসেন (২৭) সহ অন্যান্যরা।

এরা ঝিনাইদহ সদর উপজেলার কুমড়া বাড়ী ইউনিয়নের ধোপাবিলা, নগরবাথান, কুড়াবাড়ীয়াসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।

আহতরা জানান, মাগুরায় অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জনসভা থেকে তারা রনি পরিবহন নামে একটি বাসে বাড়ি ফিরছিলেন। বিকেলে ঝিনাইদহ শহরের পবহাটী মারকাজ মসজিদের সামনে পৌঁছালে বিপরীতগামী বালি ভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সাভিসের কর্মীরা আহদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসাপাতালে ভর্তি করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।