ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

মানবপাচার মামলায় কথিত মানবাধিকার নেতা কারাগারে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
মানবপাচার মামলায় কথিত মানবাধিকার নেতা কারাগারে

মানিকগঞ্জ: মানবাধিকার নেতা পরিচয়দানকারী আবু সাবাহ ফেরদৌস হোসেন বাবুকে মানবপাচার মামলায় কারাগারে পাঠিয়েছেন মানিকগঞ্জ মানবপাচার প্রতিরোধ ও অপরাধ দমন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে আত্মসমর্পণ করে জামিন চান বাবু। জেলা জজ হাসিনা রওশন জাহানের ট্রাইব্যুনাল এ আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাবু মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকার আনসার আলীর ছেলে। নিজেকে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের ( বামাকা) মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি বলে পরিচয় দিতেন তিনি।

মামলার অন্য আসামিরা হলেন- বাবুর স্ত্রী জাকিয়া সুলতানা (৩৮), মানিকগঞ্জ সদর উপজেলার পৌলী গ্রামের মৃত. ফাইজুদ্দিনের পুত্র ফালাক (৩০) ও একই গ্রামের ফজলুল হকের পুত্র পিন্টু (২৫)।

গত বছরের ৩০ মার্চ সোনালী আক্তার বাদী হয়ে মানবপাচার প্রতিরোধ ও অপরাধ দমন ট্রাইব্যুনালে বাবুর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, গত বছরের ২৩ জানুয়ারি বাদিনী সোনালী আক্তার ও তার স্বামী মো. রুবেল দেওয়ানকে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ৭০ হাজার টাকা নেন। পরে বেনাপোল বন্দর দিয়ে ভারতের যৌনপল্লীতে নিয়ে  তাদেরকে ১ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করে দেন। ওই যৌনপল্লী থেকে পালিয়ে গেলেও ভারতীয় আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন তারা। অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে চারমাসের কারাদণ্ড হয় তাদের।

জামিনে দেশে ফিরে বাদিনী ও তার স্বামী টাকা ফেরত চাইলে বাবু তাদের বিভিন্ন মামলায় ফাঁসিয়ে পুলিশি হয়রানির ভয় দেখান।

বাবুর বিরুদ্ধে নারীপাচার ছাড়াও চাঁদাবাজি, নিজ বাড়িতে অবৈধ যৌনপল্লী নির্মাণ, নারী নির্যাতন ও ভুয়া তালাকনামা তৈরির মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।