ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় মাইক্রোবাস চাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
আখাউড়ায় মাইক্রোবাস চাপায় শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌর এলাকার তারাগন গ্রামের পূর্বপাড়ায় মাইক্রোবাসের চাপায় ওসমান আলী নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওসমান আলী ওই গ্রামের মধ্যপাড়ার মো. এমরান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, গ্রামের পূর্ব পাড়ায় নানার বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস শিশুটিকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার জানান, এলাকাবাসী মাইক্রোবাসটি আটক করেছে। পরে পুলিশ গিয়ে ঘাতক মাইক্রোবাসটি থানায় নিয়ে আসে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।