মঙ্গলবার (২১ মার্চ) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওসমান আলী ওই গ্রামের মধ্যপাড়ার মো. এমরান মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, গ্রামের পূর্ব পাড়ায় নানার বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস শিশুটিকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার জানান, এলাকাবাসী মাইক্রোবাসটি আটক করেছে। পরে পুলিশ গিয়ে ঘাতক মাইক্রোবাসটি থানায় নিয়ে আসে।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
জিপি/জেডএস