ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

নাটোরে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
নাটোরে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার

নাটোর: নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) সদস্যরা।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে নলডাঙ্গা উপজেলার কাজিপুর গ্রামে এবং বিকেলে সদর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ওই দুইজন হলেন, নলডাঙ্গা উপজেলার রামশার কাজীপুর গ্রামের রফিক উদ্দিনের ছেলে খবীর (৩৫) ও সদর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের আসকান আলীর ছেলে সুলতান হোসেন (৪০)।

র‌্যাব-৫, সিপিসি নাটোর-২-এর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার শেখ আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, গ্রেফতার হওয়া খবীর উদ্দিন ২০১৩ সালের নলডাঙ্গা উপজেলার মোমিনপুর এলাকার আদিবাসী লক্ষণ এক্কা হত্যা মামলা এবং সলুতান হোসেন সদর উপজেলায় ২০১৬ সালে একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
 
তারা দুইজনই দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দু’টি অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।