ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ফেনী: ফেনী সদর উপজেলার ধলিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আলাউদ্দিন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জাহাঙ্গীর আলম (৩০) নামে একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে ফেনী সদর উপজেলার ধলিয়া বাজার সংলগ্ন চেয়ারম্যান বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন চট্টগ্রামের ভূজপুর উপজেলার দাদমারা ইউনিয়নের বাবুল মিঞার ছেলে।

আহত জাহাঙ্গীর আলম হেয়াকো ডিগ্রি কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী।

গুরুতর অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে আলাউদ্দিনের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ চামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এছাড়া আহত জাহাঙ্গীর বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।

দাদমারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক মজুমদার বাংলানিউজকে এর সত্যতা নিশ্চিত করে বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি মেয়েকে বাঁচাতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।