মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে ফেনী সদর উপজেলার ধলিয়া বাজার সংলগ্ন চেয়ারম্যান বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন চট্টগ্রামের ভূজপুর উপজেলার দাদমারা ইউনিয়নের বাবুল মিঞার ছেলে।
গুরুতর অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে আলাউদ্দিনের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ চামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এছাড়া আহত জাহাঙ্গীর বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।
দাদমারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক মজুমদার বাংলানিউজকে এর সত্যতা নিশ্চিত করে বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি মেয়েকে বাঁচাতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হন।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
জিপি/আইএ