ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

‘বর্ণ বৈষম্য নিরোধ আইন পাস জরুরি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
‘বর্ণ বৈষম্য নিরোধ আইন পাস জরুরি’ আন্তর্জাতিক বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে সমাবেশ- ছবি- সুমন শেখ

ঢাকা: হরিজন সম্প্রদায়সহ সব গোত্রের অধিকার বাস্তবায়নে ‘বর্ণ বৈষম্য নিরোধ আইন’ পাস জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বিএমএ ভবনে আন্তর্জাতিক বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে হরিজন ঐক্য পরিষদ আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।  

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, পৃথিবীর অনেক দেশে বর্ণ বৈষম্য দূর করতে নিরোধ আইন রয়েছে।

বাংলাদেশেও এ আইন থাকা প্রয়োজন। কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে আইন মন্ত্রণালয়ে সেটি পাসের অপেক্ষায় রয়েছে। যা মোটেও কাম্য নয়।  

একটি স্বাধীন দেশে হরিজন সম্প্রদায়ের বেঁচে থাকার অধিকার রয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার সমান। কাউকে ছোট করে দেখার বিষয় কিছু নেই। তার চেয়ে বড় পরিচয় আমরা সবাই বাঙালি। একজন বাঙালির অধিকার রয়েছে, স্বাধীন দেশে তার অধিকার নিয়ে বেঁচে থাকার। এজন্য যতো দ্রুত সম্ভব আইনটি পাস করা উচিত’। নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান

অনুষ্ঠানে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘অন্যান্য সম্প্রদায় যেমন তাদের অধিকার নিয়ে কাজ করছে, সেখানে হরিজন সম্প্রদায়কে অবহেলা করার কোনো এখতিয়ার নেই। মুক্তিযুদ্ধের সময় তারাও দেশের জন্যে রক্ত দিয়েছেন। তারাও বাংলাদেশকে স্বাধীন করতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। শেখ হাসিনার সরকার সব সম্প্রদায়কে সমান চোখে দেখে, ভবিষ্যতেও দেখবে’।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমদ বলেন, ‘হিন্দু-মুসলিম বলে কিছু নেই। আমাদের সবার পরিচয় আমরা বাঙালি, স্বাধীন দেশের নাগরিক। বর্তমান সরকার হরিজন সম্প্রদায়ের অধিকার রক্ষায় বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। হরিজন সম্প্রদায়ের যেকোনো সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ে হরিজন সম্প্রদায়ের যেকোনো সন্তান কাজ করার সুযোগ পাবেন’।

সমাবেশে বক্তব্য দেন হরিজন ঐক্য পরিষদের মহাসচিব নির্মল কুমার দাশ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, মার্চ ২১,২০১৭
এসজে/জেডএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।