ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা রওশন সড়ক এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজাদ (২৮) নামে এক শ্রমিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাদ টাঙ্গাইলের ঘাটাইল থানা এলাকার বাসিন্দা।

গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম (রক্ষণাবেক্ষণ) এসএম নাহিদ সিরাজ বাংলানিউজকে জানান, রওশন সড়ক এলাকায় পল্লী বিদ্যুতের ১১ কেবির লাইন সিঙ্গেল ফেইজ থেকে থ্রি-ফেইজে উন্নীতকরণের কাজ চলছিল। এমদাদ কন্সট্রাকশন নামক একটি ঠিকাদার প্রতিষ্ঠান গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতি থেকে প্রয়োজনীয় অনুমোদন নিয়ে ওই লাইনের কাজ করছিল।

দুপুরে বিদ্যুৎ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এবং বিদ্যুৎ বন্ধ না করে আজাদসহ ওই ঠিকাদারের লোকজন কাজ শুরু করে। এসময় খুঁটি থেকে নিচে নামার সময় শ্রমিক আজাদ ১১ কেবির বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ওই লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে আজাদের মরদেহ নিচে আনা হয়।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
আরএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।