মঙ্গলবার (২১ মার্চ ) দিনগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জাহিদ চুয়াডাঙ্গার হাবড়াহাটি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
দীর্ঘদিন ধরে তিনি মহানগরীর মোল্লাপাড়া এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করতেন। তিনি পাসপোর্ট অফিসে দালালি করতেন বলে জানিয়েছে পুলিশ।
মহানগরীর রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইফতেখার মোহাম্মদ আল-আমিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পারিবারিক কলহের জের ধরে জাহিদ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এটি হত্যা না আত্মহত্যা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আপাতত থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলেও জানান আল-আমিন।
বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এসএস/আরআইএস