ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীর দুর্গাপুরে জামায়াত কর্মীসহ আটক ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
রাজশাহীর দুর্গাপুরে জামায়াত কর্মীসহ আটক ৪

রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরে সাদা পোশাকে এক আদম ব্যবসায়ীকে আটক করতে গিয়ে র‌্যাবের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় এক জামায়াত কর্মীসহ চারজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে উপজেলার কিশোরপুর গ্রাম থেকে তাদের আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) সদস্যরা।

রাজশাহীর দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, দুর্গাপুরে আদম ব্যবসার অভিযোগে একজনকে আটক করতে সাদা পোশাকে ৪-৫ জন র‌্যাব সদস্য কিশোরপুর গ্রামে যায়।

এ সময় ওই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আদম ব্যবসায়ী আহাম্মেদ কবির জোহাকে আটক করতে গেলে স্থানীয়রা তাদের ঘিরে ফেলে। এক পর্যায়ে তাদের সঙ্গে র‌্যাবের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরে পরিচয়পত্র দেখানো হলেও স্থানীয়রা তাদের আটক করে রাখে।

তিনি জানান, কিশোরপুর গ্রামে র‌্যাব সদস্যদের আটকে রাখা হয়েছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। র‌্যাব সদস্যদের পরিচয় নিশ্চিত হয়ে স্থানীয় লোকজনের কাছ থেকে পুলিশ তাদের উদ্ধার করে।

ঘটনার পর ওই গ্রাম থেকে র‌্যাব সদস্যরা জামায়াত কর্মীসহ চারজনকে আটক করে নিয়ে যায়। এর বেশি কিছু জানেন না বলে দাবি করেন এসআই মহিদুল ইসলাম।

আটকরা হলেন- রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিশোরপুর গ্রামের আহাম্মেদ কবির জোহার ভাই জামায়াত কর্মী ওয়ালিউর রহমান, ওই গ্রামের মসলেম আলীর ছেলে শফিকুল ইসলাম, আবদুস সোবাহানের ছেলে উজ্জ্বল হোসেন ও ওমর ফকিরের ছেলে মসলেম উদ্দিন।

র‌্যাব-৫ এর মিডিয়া সেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, অভিযানে গিয়ে স্থানীয়দের হাতে তাদের কয়েক জন সদস্য ২০-২৫ মিনিট অবরুদ্ধ ছিলো। এই সময়ের মধ্যেই তাদের উদ্ধার করা হয়। তবে ধস্তাধস্তি বা র‌্যাব সদস্যদের আটক থাকার কথা অস্বীকার করেন তিনি।

এ বিষয়ে পরে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান ৠাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এসএস/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।