বৃহস্পতিবার (২৩ মার্চ) রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণের মাধ্যমে ২শ’ অধিক মারাত্মক রোগ প্রতিরোধের উদ্দেশ্যে ১৯৫৯ সালের বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ রহিত করা হয়, পরবর্তীতে যা ‘পানি খাদ্য আইন ২০১৩’ প্রণয়ন হয়।
এদিকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ভেজাল নিয়ন্ত্রণের দায়িত্বগ্রহণের পর মাঠ পর্যায়ে পরিদর্শন কাজের জনবল কমিয়ে দেয়। ফলে দুই হাজার ২শ’ দক্ষ জনবল একসঙ্গে কাজে লাগানোর ব্যর্থতার কারণে বিগত ১ বছরে খাদ্যে ভেজালের পরিমাণ বহুগুণ বেড়েছে। বেড়েছে খাদ্য মাধ্যমে সৃষ্ট রোগীর সংখ্যাও। এ লক্ষ্যে জনবল নিয়োগ দেওয়া অত্যন্ত জরুরি বলে মনে করছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে স্যানিটারি ইন্সপেক্টরশিপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় সভাপতি এ এফ জুনায়েদ এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নেতা-কর্মীরা।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এসটি/জিপি/আরআই