বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে পলাতক এ আসামিকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোহাম্মদ নাজির আহমেদ খান বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার (২২ মার্চ) দিনগত রাত ৭টার দিকে রাজধানীর লালবাগের শহীদনগর এলাকার ৪ নম্বর গলির ২৭৩ নম্বর বাড়িতে স্ত্রী নুরুন্নাহার নুন্নীকে (২৫) গলাকেটে হত্যা করে স্বামী নুরে আলম। হত্যাকাণ্ডের পর ঘরে তালা দিয়ে রাজধানীর বাবুবাজারে এক আত্মীয়ের বাসায় সন্তানদের রেখে পালিয়ে যায় সে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে গাজীপুরের জয়দেবপুরের একটি বাসা থেকে পলাতক নুরে আলমকে গ্রেফতার করা হয় বলে জানান এডিসি মোহাম্মদ নাজির আহমেদ খান।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এসজেএ/এসআরএস/জেডএস