বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ৩০তলা ভবনের ১৪তলায় বৈদেশিক মুদ্রানীতি বিভাগের কার্যালয়ে এ আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে বৈদেশিক মুদ্রানীতি শাখার কিছু কাগজপত্র পুড়ে গেছে বলে জানিয়েছেন ঘটনাস্থল পরিদর্শনকারী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শফিকুল ইসলাম।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতও ঘটনাস্থল পরিদর্শন করেন।
শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ব্যাংকের পক্ষ থেকে গঠিত ৩ সদস্যের কমিটির প্রধান করা হয়েছে অপর নির্বাহী পরিচালক আহমেদ জামালকে। এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের মহাব্যবস্থাপক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. মাহমুদুল হক খান চৌধুরী ও কমন সার্ভিসেস ডিপার্টমেন্টে-২ এর মহাব্যবস্থাপক মো. তফাজ্জল হোসেন। ব্যাংকের গভর্নর ফজলে কবির এ কমিটিকে আগামী ২৮ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. আলী আহমেদ খান ঘটনাস্থলে ব্রিফিং করে জানান, ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগুনের সূত্রপাত, কারণ ও ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হচ্ছে।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, আগুনের সঙ্গে অভ্যন্তরীণ কোনো বিষয় জড়িত আছে কি-না, তা খতিয়ে দেখা হবে। দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে সব বিষয়ে বিস্তারিত খতিয়ে দেখতে বলা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্ন ছিলো, হ্যাকিং, টাকা চুরির মতো ঘটনা ঘটার পর এখন আবার আগুন লাগলো। এগুলোর সঙ্গে কোনো যোগসূত্র আছে কি-না? জবাবে প্রতিমন্ত্রী বলেন, আগেরগুলোতে জড়িত ছিলো বৈদেশিক মহল। আর আগুনের ঘটনাটি সম্পূর্ণ আলাদা। কি ধরনের কাগজপত্র পুড়ে গেছে, তা খতিয়ে দেখে এ বিষয়ে বলা যাবে।
সরকারের পক্ষ থেকে এসব বিষয়ে কোনো রাখঢাক করা হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
আগুন নিয়ন্ত্রণে আসার পর আহত কেউ থাকতে পারেন বলে ধারণায় বাংলাদেশ ব্যাংকের গেটের ভেতরে অ্যাম্বুলেন্স প্রবেশ করলেও পরে বের হয়ে আসে। ব্যাংকের গভর্নর ফজলে কবির, ডেপুটি গভর্নর এস কে সূর চৌধুরী ও আবু হেনা মোহা. রাজী হাসানও ভবনটির ভেতরে প্রবেশ করেন। তারাও বের হয়ে জানান, কেউ হতাহত হননি।
কেন্দ্রীয় ব্যাংকের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদও একই ধরনের তথ্য দিয়ে বাংলানিউজকে জানান, সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
ইএস/এজেডএস /এসজেএ/এসটি/এমএফআই/এএসআর
** বাংলাদেশ ব্যাংক ভবনে আগুনের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি
** বাংলাদেশ ব্যাংক ভবনের আগুন নিয়ন্ত্রণে
** বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট