শনিবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুফিয়া ওই উপজেলার বগাচত্বর এলাকার জাকির হোসেনের মেয়ে এবং সুফিয়া উগলছড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিমুল হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে সুফিয়া ও তার বন্ধুরা কাপ্তাই হ্রদ পাড়ি দেওয়ার সময় হঠাৎ ঝড়ো বাতাসে তাদের নৌকা উল্টে যায়। এসময় স্থানীয়রা আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক সুফিয়াকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
আরবি/