শনিবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে সাইনবোর্ড-মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন- উপজেলার বিলকুল গ্রামের মোবারক শেখের ছেলে খলিল শেখ (৩৫) ও একই উপজেলার প্রতাপপুর গ্রামের আব্দুল মাঝির ছেলে মাহবুব মাঝি (৪৫)।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাবিরুল ইসলাম বাংলানিউজকে জানান, রাতে মোরেলগঞ্জে কাজ শেষে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন খলিল ও মাহবুব। পথে পিংগুড়িয়া এলাকায় এলে বাগেরহাট থেকে মোরেলগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
আরবি/টিআই