শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মির্জাপুর কলেজ গেটের সামনে এ ঘটনা ঘটে।
ভাওয়াল মির্জাপুর কলেজের কর্মচারী মো. আরিফ হোসেন বাংলানিউজকে জানান, বাইসাইকেল চালিয়ে ভাওয়াল মির্জাপুর বাজারে যাওয়ার সময় মির্জাপুর কলেজ গেট এলাকায় পৌঁছালে একটি ট্রাক ওই কিশোর সাইকেল আরোহীকে চাপা দেয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, দুর্ঘটনার খবরটি কেউ পুলিশকে জানায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
আরএস/আরআইএস/টিআই