শনিবার (২৫ মার্চ) দিনগত রাত ১১টার দিকে ফেনী সরকারি কলেজে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি।
এতে উপস্থিত ছিলেন, ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক দেবময় দেওয়ান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শারমিন জাহান, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান এবং ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন প্রমুখ।
এছাড়া শহরের জেল রোড়স্থ স্মৃতিসৌধেও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এতে জেলার বিভিন্ন সংগঠন অংশ নেয়।
উল্লেখ্য, ফেনীর বিলোনীয়ায় ৭১-এর মুক্তিযুদ্ধে সম্মুখ যুদ্ধ হয়েছিল, যা এখনও বিভিন্ন দেশের মিলিটারি একাডেমিতে পড়ানো হয়। এছাড়াও এ জেলায় রয়েছে বেশ কয়েকটি বধ্যভূমি।
বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
এসআরএস/আইএ