রাত ১২টা ১ মিনিটে বরিশাল নগরের জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন স্বাধীনতা স্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। পরে নগরীর ত্রিশ গোডাউনে বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভেও জানানো হয় শ্রদ্ধা।
পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানায়, বরিশাল জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।
এদিকে, ১৯৭১-এর ২৫ মার্চ ভয়াল কালরাত্রি স্মরণে জেলায় সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মার্চ) দিনগত রাত ১১টা ১০ মিনিটে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মোমবাতি প্রজ্জ্বলন করে আলোর মিছিলটি বের করা হয়। যা নগরের বিবির পুকুর পাড়ে এসে শেষ হয়।
উপস্থিত ছিলেন, রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা, সেক্টর ফোরাম মুক্তিযোদ্ধা ৭১, ৭১’র ঘাতক দালাল নির্মূল কমিটি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের নেতাসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
বাংলাদেশ সময়: ০৩১৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
এমএস/এসআরএস/আইএ