শনিবার (২৪ মার্চ) দিনগত রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে ৪৬ জন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা মশাল প্রজ্জ্বলন করেন।
সমাবেশে অংশ নেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তোফায়েল আহমেদ উল্লেখ করেন, বাঙালির উচিত ছিল আরও আগে গণহত্যা দিবস পালন শুরু করা।
তবে শেষ পর্যন্ত এই দিবসটি পালিত হওয়া শুরু হয়েছে, যার মধ্য দিয়ে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে বলে মত দেন তিনি।
বাংলাদেশ সময়: ০৪০১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
আরএটি/আইএ