রোববার (২৬ মার্চ) ভোরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।
তিনি জানান, ওই দুই অফিসার হলেন- র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদ ও র্যাবের অপর কর্মকর্তা মেজর আজাদ।
মুফতি মাহমুদ খান বাংলানিউজকে বলেন, ওই দুই কর্মকর্তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। আমরা এখন সিএমএইচে অবস্থান করছি। তবে তাদের অবস্থা সম্পর্কে এখনই বলা যাচ্ছে না।
এর আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন, র্যাবের ওই দুই কর্মকর্তা। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় রাতে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তাদের ঢাকায় আনা হয়।
বাংলাদেশ সময়: ০৬৩০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
আরএটি/আইএ