রোববার (২৬ মার্চ) সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সবার বাড়ি দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামে।
স্থানীয়রা জানায়, ভোরে দর্শনা থেকে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটিতে করে ১৭-১৮ জন শ্রমিক চুয়াডাঙ্গা যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে জয়রামপুর বটতলার কাছে এলে ওই ভটভটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ভটভটির নয় যাত্রী। এসময় গুরুতর আহত হন আরও অন্তত আটজন। এ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরো চারজন মারা যান।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা ও দর্শনা ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা মরদেহ ও আহতদের উদ্ধার করে।
চুয়াডাঙ্গার দামুড়হুদা সার্কেলের এএসপি মো. কলিমুল্লাহ জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করেছে স্থানীয়রা।
বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭/আপডেট: ১২২৬ ঘণ্টা
আইএ/এসআই