রোববার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে স্নানোৎসবে অংশ নিতে যাওয়ার সময় ঠাকুর বাড়ির সামনে ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
সতিশের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি গ্রামে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলীনুর জানান, শনিবার বেলা ১১টা থেকে ওড়াকান্দি ঠাকুর বাড়িতে হরিচাঁদ ঠাকুরের ১০৬তম জন্ম তিথির স্নানোৎসব চলছে। রোববার বিকেলে এ স্নানোৎসব শেষ হবে। এতে অংশ নিতে ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় ধাক্কাধাক্কিতে পড়ে যান সতিশ। এসময় অসংখ্য পূণ্যার্থীর পায়ের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে সঙ্গীরা তার মরদেহ নিয়ে চলে যান।
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
এসআই