রোববার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে বিয়ষটি নিশ্চিত করেন।
তিনি বলেন, ২৫ মার্চ (শনিবার) গভীর রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা এসে মার্কেটের নৈশপ্রহরী মোজাহার আলীকে খুন করে মার্কেটের চাবি নিজেদের নিয়ন্ত্রণে নেয়।
নিহত মোজাহার আলী উপজেলার দক্ষিপাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে।
মরদেহ উদ্ধার করা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা নেওয়া হবে বলেও জানান ওসি নজরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
এমবিএইচ/জিপি/বিএস