রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ৭ নম্বর প্লাটফর্মের পাশ থেকে অজ্ঞাতপরিচয় ৪০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। তার পরনে ছিল পুরাতন চেক লুঙ্গি ও চেক শার্ট।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত বাংলানিজকে বলেন, শনিবার রাত ১২টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জামালপুর কমিউটার’ ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদিকে পল্লবী থানার মিরপুর ১৩ নম্বর সেকশনের ব্লক বি, ৪ নম্বর রোডের একটি ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হন্নান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অবৈধ গর্ভপাতের পর অগোচরে ওই ডাস্টবিনে ফেলে যায়।
নবজাতকের মরদেহ উদ্ধারের পর রোববার সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
এজেডএস/জিপি/বিএস