রোববার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে শ্রীমঙ্গল পৌরসভার শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
পরে শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু ফিতা কেটে সাইকেল শোভাযাত্রার সূচনা করেন।
‘সাইক্লিস্টস অব শ্রীমঙ্গল’ এর দলনেতা অলক বাংলানিউজকে বলেন, ‘আমাদের সাইকেল শোভাযাত্রায় ১১০ জন সাইক্লিস্ট অংশ নেন। আমরা শহরের প্রধান প্রধানগুলো প্রদক্ষিণ করেছি। প্রায় তিন বছর আগে আমাদের এ সংগঠনটি তৈরি হয়। এবারই প্রথম কোনো জাতীয় দিবসে শোভাযাত্রা করলাম’।
‘শারীরিক সুস্থতা, পরিবেশের প্রতি সচেতনতা এবং যানজট নিরসনের মতো বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আমরা রাইড কার্যক্রম পরিচালনা করছি। প্রতি শুক্রবার বিশেষ রাইডের আয়োজন করা হয়। বাইসাইকেল নিয়ে যে কেউ চাইলে আমাদের গ্রুপের সদস্য হতে পারবেন’।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
বিবিবি/এএসআর