ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে স্বাধীনতা দিবস উদযাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
রাজশাহীতে স্বাধীনতা দিবস উদযাপন রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে কুচকাওয়াজ

রাজশাহী: জাতির সূর্য সন্তানদের স্মরণের মধ্যে দিয়ে জঙ্গিমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজশাহীতে উদযাপন হচ্ছে স্বাধীনতা দিবস। কঠোর নিরাপত্তা বলয়েরে মধ্যে দিয়ে রোববার (২৬ মার্চ) ভোর থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারগুলোয় মানুষের ঢল নামে।

সূর্যোদয়ের পর রাজশাহী পুলিশ লাইনে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনের শুরুতে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ও সরকারি-বেরসরকারি প্রতিষ্ঠান শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করে।

রাজশাহীর কুমাপাড়ায় স্বাধীনতা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবরক অর্পণ করেন মহানগর আওয়ামী লীগের নেত‍ারা।

এ সময় অন্যান্যের মধ্যে মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেণী, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সিনিয়র সদস্য ডা. তবিবুর রহমান শেখ, যুগ্ন-সম্পাদক নাইমুল হুদা রানা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকারসহ আরও অনেকে উপিস্থিত ছিলেন।

এদিকে, সূর্যোদয়ের সাথ সাথে সকল সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সকাল ৭টায় হেতেমখাঁ বড় মসজিদে কোরআন খানি, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ৮টায় টায় রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিভাগীয় কমিশনার মো. নূর-উর-রহমান জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় তার সঙ্গে রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক এম. খুরশীদ হোসেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, রাজশাহী পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূঁঞা উপস্থিত ছিলেন।

সকাল ৯টায় রাজশাহী বিভাগীয় কমিশনার মো. নূর-উর-রহমান মহানগর পুলিশ আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের এবং অন্যান্য সামাজিক সাংস্কৃতিক ও শিশু-কিশোর সংগঠনের সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে কুচকাওয়াজে অংশগ্রহণকারীরা শারীরিক কসরত প্রদর্শন করে।

বেলা ১১টায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনা হয়। দুপুর ১২টা থেকে রাজশাহী শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হচ্ছে।

বাদ জোহর মসজিদে ও অন্যান্য উপাসানালয়ে সুবিধামত সময়ে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় উপহার সিনেমা হলে বিনা টিকিটে ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

বিকেল ৪টায় নারীদের ক্রীড়া অনুষ্ঠান ও আলোচনা সভা এবং মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসক একাদশ বনাম মুক্তিযুদ্ধ একাদশ প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় নগর ভবনের গ্রিন প্লাজায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজিত হবে।

এছাড়াও শহীদ কামারুজ্জামান চত্বর, লক্ষ্মীপুর মোড় ও আলুপট্টি মোড়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এদিন প্রবেশ মূল্য ছাড়াই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা ও উদ্যান, বরেন্দ্র জাদুঘর, শিশুদের দর্শনাথীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

গতকাল শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা থেকে নগর ভবন, রেলভবন, রেলওয়ে স্টেশন, চেম্বার ভবনসহ গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হয়েছে। সেই আলোকসজ্জা আজও শোভা পাবে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম বাংলানিউজকে জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে মহানগরী জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা নেওয়া হয়েছে। শহীদ মিনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরাও টহল দিচ্ছে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠ পর্যায়ে নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।