রোববার (২৬ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে ডান উরুতে গুলিবিদ্ধ অবস্থায় নাসিরকে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত অন্য জেলেদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন, মো. অলি, মো. মাসুম শহিদুল, জামাল, সোহাগ, রাসেল, হারুন, ইউসুব ও ইয়াসিন। তাদের বাড়ি ওই একই ইউনিয়নে।
গুলিবিদ্ধ নাসির বাংলানিউজকে জানান, বেশ কয়েকজন জেলে পাথরঘাটা উপজেলার তাফালবাড়িয়া গ্রামের আনোয়ার মিয়ার মালিকানাধীন এফবি জাকিয়া ট্রলার নিয়ে গভীর সাগরের ২০ বাম এলাকায় মাছ ধরছিলেন। শনিবার রাত ১০টার দিকে ২০ থেকে ২২ জন দস্যু তাদের ট্রলারে হানা দেয়। এসময় দস্যুদের গুলিতে নাসির আহত হন। এছাড়া এসময় দস্যুরা লাঠি দিয়ে পিটিয়ে আরো ১৩ জেলেকে আহত করে মাছ, চাল, ডাল ও তেলসহ প্রায় চার লাখ টাকার মালপত্র লুটে নেয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, গুলিবিদ্ধ নাসিরের জবানবন্দি নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
এসআই