রোববার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রওশন আলীর বাড়ি উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের চর সাতবাড়ীয়া গ্রামে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, সকালে শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে মহাসড়ক পার হচ্ছিলেন রওশন আলী। এসময় সিরাজগঞ্জ থেকে পাবনাগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
এসআই