ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

আতিয়া মহল এলাকায় ১৪৪ ধারা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
আতিয়া মহল এলাকায় ১৪৪ ধারা আতিয়া মহল এলাকায় ১৪৪ ধারা

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলের আশপাশে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল ম‍ুসা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, যেসব এলাকা আইন-শঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে সেসব এলাকায় কোনো যানবাহন চলাচল করতে পারবে না।

এ ছাড়া সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ও দলবদ্ধ হয়ে চলাফেরা না করার জন্য আদেশ জারি করা হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) সকাল থেকে শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযান চলছে। শনিবার অভিযানে যোগ দেয় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ও পুলিশের সোয়াট সদস্যদের সমন্বয়ে যৌথ বাহিনী।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
এনইউ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।