ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

৬৪ জেলার পুলিশ সুপারের কাছে সতর্ক বার্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
৬৪ জেলার পুলিশ সুপারের কাছে সতর্ক বার্তা

ঢাকা: সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দেশজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদরদফতর।

চট্টগ্রামের মীরসরাই ও সীতাকুন্ড, ঢাকার আশকোনা এবং সিলেটের দক্ষিণ সুরমাসহ কয়েকটি স্থানের ঘটনায় শনিবার (২৫ মার্চ) রাতে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) এ সতর্ক বার্তা দেওয়া হয়।

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি, মিডিয়া) সোহেলী ফেরদৌস বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি বলেন, জেলার পুলিশ সুপারদের (এসপি) বিশেষ বার্তা দেওয়া হয়েছে। সবাই যেন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেন। একইসঙ্গে বিদেশি নাগরিক, বিশিষ্ট ব্যক্তি ও বিশেষ স্থাপনার সামনে কড়া নজরদারিসহ দায়িত্বরত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোহেলী ফেরদৌস জানান, দক্ষিণ সুরমার জঙ্গি আস্তানায় যৌথ বাহিনীর অভিযানের সময় প্রাণঘাতী বিস্ফোরণের পর শনিবার রাতে এ সতর্ক বার্তা দেওয়া হয়।

২৩ মার্চ দিনগত রাতে দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গেলে পরদিন ২৪ মার্চ ভোরে সেখানে অভিযানে যায় আইন-শৃঙ্খলা বাহিনী। এরপর অভিযানে যোগ দেয় সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরাও। রোববার (২৬ মার্চ) দুপুর পর্যন্ত জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ ঘিরে যৌথ বাহিনীর গুলিবর্ষণ চলছে। সেখানে শনিবার (২৫ মার্চ) যৌথ বাহিনীর অভিযান শুরুর পর বিস্ফোরণ ঘটানো হয়। এতে এখন পর্যন্ত দুই পুলিশ সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২ জন।

এর আগে, গত ১৫ ও ১৬ মার্চ চট্টগ্রামের সীতাকুন্ডে জঙ্গি আস্তানায় পৃথক দু’টি অভিযান চালানো হয়। ১৭ মার্চ রাজধানীর আশকোনায় র‌্যাবের নির্মাণাধীন সদরদফতরের ভেতরে ঢুকে বোমা বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি। ২৪ মার্চ দক্ষিণ সুরমায় অভিযান শুরুর দিন ঢাকার আশকোনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি পুলিশ চেক পোস্টের কাছে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে বোমা বহনকারী নিহত হয়।

এসব ঘটনার প্রেক্ষিতেই সতর্ক‍াবস্থান জোরদার করতে এসপিদের কাছে পুলিশ সদরদফতরের বার্তা গেছে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
পিএম/জিপি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।