ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
ময়মনসিংহে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপিত ময়মনসিংহে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ

ময়মনসিংহ : ময়মনসিংহে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। রোববার (২৬ মার্চ) সকালে নগরীর ঐতিহাসিক রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে দিবসের কর্মসচির উদ্বোধন করেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান।

এ সময় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বাধীনতা দিবসে সার্কিট হাউজ মাঠে পুলিশ, আনসার, বিডিপির সদস্যরা কুচকাওয়াজে অংশ নেন।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শারীরিক কসরত প্রদর্শন করে। এছাড়া দুপুরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে ভোর ৫টা ৫৭ মিনিটে নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান। পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
এমএএএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।