এ সময় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বাধীনতা দিবসে সার্কিট হাউজ মাঠে পুলিশ, আনসার, বিডিপির সদস্যরা কুচকাওয়াজে অংশ নেন।
এর আগে ভোর ৫টা ৫৭ মিনিটে নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান। পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারা।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
এমএএএম/এমজেএফ