রোববার (২৬ মার্চ) সকালে স্থানীয় চিংহ্লামং মারী স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্যারেডে সালাম গ্রহণ করেন, জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান ও পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান।
ডিসপ্লে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতকার্য শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু।
বাংলাদেশ সময়: ০৩৩৮ ঘণ্টা, ২৬ মার্চ, ২০১৭
আরএ