ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

রাঙ্গামাটিতে স্বাধীনতা দিবস উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
রাঙ্গামাটিতে স্বাধীনতা দিবস উদযাপন রাঙ্গামাটিতে স্বাধীনতা দিবস উদযাপন

রাঙ্গামাটি: কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীর মধ্য দিয়ে রাঙ্গামাটিতে স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

রোববার (২৬ মার্চ) সকালে স্থানীয় চিংহ্লামং মারী স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্যারেডে সালাম গ্রহণ করেন, জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান ও পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান।

ডিসপ্লে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতকার্য শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু।

বাংলাদেশ সময়: ০৩৩৮ ঘণ্টা, ২৬ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।