তিনি বলেছেন, ‘আমাদের সংবিধানে একটি বিষয় নিশ্চিত করতে হবে যে, স্বাধীনতাবিরোধী শক্তির কোনো সাংবিধানিক অধিকার থাকতে পারবে না, কোনো রাজনৈতিক অধিকার থাকতে পারবে না। বাংলাদেশে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নস্যাৎ করতেই সিলেটে জঙ্গি হামলা’।
রোববার (২৬ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান।
আবেদ খান বলেন, ‘যারা এ দেশটাকে নানাভাবে পঙ্গু করতে চায়, ধ্বংস করতে চায়, তারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। জাতিকে নিশ্চিহ্ন করার এ ষড়যন্ত্র আইএসআইয়ের ষড়যন্ত্র, পাকিস্তানের ষড়যন্ত্র, আমেরিকার ষড়যন্ত্র। ষড়যন্ত্র ছিলো, আছে, চলবে। এর মধ্যে দিয়েই আমাদের চলতে হবে’।
‘তাই সরকারকে একটি সিদ্ধান্ত নিতে হবে। আমাদের সংবিধানে একটি জায়গা নিশ্চিত করতে হবে যে, বাংলাদেশে স্বাধীনতার বিপক্ষ শক্তি থাকতে পারবে না। পৃথিবীর কোথাও স্বাধীনতার বিপক্ষ শক্তি নেই। শুধু বাংলাদেশে এখনও রয়েছে। তাই সংবিধানে স্পষ্ট করতে হবে যে, স্বাধীনতাবিরোধী শক্তির কোনো সাংবিধানিক অধিকার থাকতে পারবে না, রাজনৈতিক অধিকার থাকতে পারবে না’।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘রাজাকারের সন্তান’ এবং রুহুল কবির রিজভীকে ‘জামায়াতি’ আখ্যায়িত করে সভার সভাপতি শফিকুর রহমান বলেন, ‘স্বাধীনতার পক্ষের শক্তি কোনোদিনই পরাজিত হতে পারে না, হবে না’।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শাহেদ চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খন্দকার বজলুল হক, তরুণ তপন চক্রবর্তী, খন্দকার খায়রুজ্জামান কামাল, কল্যাণ সাহা, শাহিন রেজা নূর, আজিজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
এসএম/এএসআর