ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

দেশে সন্ত্রাসীদের প্রধান মদদ দাতা খালেদা-ফখরুল গং

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
দেশে সন্ত্রাসীদের প্রধান মদদ দাতা খালেদা-ফখরুল গং স্বাধীনতা দিবস উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম

কেরানীগঞ্জ (ঢাকা): খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দেশে জঙ্গি-সন্ত্রাসীদের প্রধান মদদদাতা খালেদা-ফখরুল গং। কয়েকদিন ধরে ফখরুল সাহেব যেভাবে কথা বলছেন, এতে এটা স্পষ্ট। তারা প্রত্যক্ষভাবে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীকে মদদ দিয়ে যাচ্ছে। 

রোববার (২৬ মার্চ) সকাল ১১টার দিকে স্বাধীনতা দিবস উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টি করে একটি চক্র দেশকে আকার্যকর করতে চাচ্ছে।

আমাদের অর্থনীতি পঙ্গু করতে চাচ্ছে। এটা গভীর ষড়যন্ত্র। এ ষড়যন্ত্র সফল হবে না। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সফলভাবে জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করছে।

তিনি আরো বলেন, এ অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। পাকিস্তানী প্রেতাত্মাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের সন্তানদের মধ্যে এ অপশক্তির বিরুদ্ধে ঘৃণা জাগিয়ে তুলতে হবে। আমাদের সন্তানেরা যেনো ধর্মের নামে বিপথগামী না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তারা যেনো বিভ্রান্ত না হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান আলী, কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) পারভেজুর রহমান, দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শিউলি রহমান তিন্নী, উপজেলা প্রকৌশলী শাহজাহান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. ফখরুল আশরাফ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান, বন কর্মকর্তা মোশারফ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, ডিসপ্লে ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।