ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ’লীগের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ’লীগের শ্রদ্ধা টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন কেন্দ্রীয় আ’লীগের নেতাকর্মীরা

গোপালগঞ্জ: স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর  সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

রোববার (২৬ মার্চ) বেলা ১১টায় কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপির নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

এসময় যুগ্ম সম্পাদক আবদুর রহমান এমপি, সংসদের সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহম্মাদ আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ জেলা ও টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন সংগঠনের পক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ২৬ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।