রোববার (২৬ মার্চ) ভোরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গোলাখালী এলাকা সংলগ্ন মাথাভাঙ্গা নদীর নচুখালী খাল থেকে তাকে অপহরণ করা হয়।
রাশিদুল শেখ জেলার শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামের এবাদুল শেখের ছেলে।
দস্যুদের হাত থেকে রক্ষা পেয়ে ফিরে আসা জেলে মীরগাং এলাকার নাসের গাজীর ছেলে শাহজান গাজী ও একই এলাকার সুপদ মণ্ডলের ছেলে দীনেশ মণ্ডল এবং স্থানীয় দাদন ব্যবসায়ী আব্দুর রহমান জানান, সুন্দরবনের নচুখালী খালে মাছ ধরার সময় ছোটভাই বাহিনীর সদস্যরা ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে রাশিদুলকে অপহরণ করে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন-সংরক্ষক মাকছুদুল আলম বাংলানিউজকে জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
এসআই