রোববার (২৬ মার্চ) সকালে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন জানান, তার মা দীর্ঘদিন ধরে মস্তিষ্কে রক্তরণ সমস্যায় ভুগছিলেন।
সকালেই শামসুন নাহারের মরদেহ ময়মনসিংহের আকুয়া চৌরঙ্গী মোড়ের বাসায় নিয়ে আসা হয়। এ সময় সেখানে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়।
বাদ আছর নামাজে জানাজা শেষে তাকে আকুয়া মাদ্রাসা কোয়ার্টার গোরস্থানে দাফন করা হবে।
শাহীনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু, মহানগর যুবলীগের আহবায়ক মোহাম্মদ শাহীনুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
এমএএএম/এএসআর