১৯৭১ সালে পাকিস্তানীদের হত্যাযজ্ঞ, নির্যাতন, শোষণ ও নিরপরাধ বাঙালির ওপর অমানুষিক নির্যাতনের চিত্র ফুটে রয়েছে সেইসব ছবিতে।
রোববার (২৬ মার্চ ) স্বাধীনতা দিবস উপলক্ষে এ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
সংরক্ষণ করে রাখা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত ছবিগুলো প্রথমবারের মত জনসাধারণের সামনে উন্মুক্ত মঞ্চে প্রর্দশন করা হয়।
সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা প্রবীণ ব্যক্তি আনোয়ার হোসেন বাংলানিউকে বলেন, ১৯৭১ সালের ভয়াল সেই দিনগুলো আমরা নিজের চোখে দেখেছি। এখন এই ছবি প্রদশর্নের মাধ্যমে নতুন প্রজন্মের মনে দেশের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ২৬ মার্চ, ২০১৭
আরএ